সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮
আলী হোসেন, মৌলভীবাজার : ইনফিনিটি ম্যাথ কোচিং এর ইফতার মাহফিল ও প্রাকথনির্বাচনী মডেল টেস্ট এর পুরস্কার বিতরন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যাহারা কষ্ট উপস্থিত হয়ে প্রোগ্রাম কে সুন্দর্যমন্ডিত করেছেন তাদের প্রতিও মোবারাকবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, এমসি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মোহাম্মদ মহসীন, জগৎসি কলেজের প্রভাষক মোক্তাদির হোসাইন সিদ্দিকি, নিউ আল ফালাহ এর সত্ত্বাধিকারী মোক্তাদির হোসাইন, তালামিযের জেলা সেক্রেটারি শেখ কাদের আল হাসান, জবলু,বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালক আরাফাত আনসারী, শামছুল ইসলাম, মিসবাহ আহমেদ, মাসুক তালুকদার, নাইম, অভিভাবকবৃন্দ ও ইনফিনিটি ম্যাথ এর শুভাকাঙ্ক্ষী সহ ইনফিনিটি ম্যাথ কোচিং এর শিক্ষার্থী বৃন্দ।
মডেল টেস্ট পরীক্ষায় সাধারন গণিতে ১ম হয়েছে প্রকাশ পাল, ২য় হয়েছে মাহফুজুর রহমান মাহি, ৩য় হয়েছে সাব্বির হোসেন এবং উচ্চতর গণিতে ১ম হয়েছে তন্ময় দত্ত, ২য় হয়েছে বিশাল সুত্রধর অভি, ৩য় হয়েছে মাহফুজুর রহমান মাহি।
আজকে আমার ছাত্ররা অনেক কষ্ট করে অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশেষ করে হাবিব, তূর্য,সাকিল,বিশাল,প্রকাশ, শুভ,আনোয়ার,ফাহিম,সালমান,মাসুদ, সজিব শীল, জীবন ও ভাইগ্না সাইফুল সহ আরও অনেকেই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd