সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৯ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭
Sharing is caring!
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের দুই কর্মীকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই সংগঠনের পাঁচ জন নেতাকর্মীর নাম ও ছবি প্রকাশ করেছে জেলা পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) রাতে ওই পাঁচ জনের নাম ও ছবি প্রকাশ এবং তাদের সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছে পুলিশ। সন্দেহভাজন এই পাঁচ জন হলেন- সনি, মাহদী, তুষার, সৌমিক ও প্রতীক।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল শনিবার রাতে জানান, এদেরকে ধরিয়ে দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।তিনি বলেন, ‘সন্ধানদাতা ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে। এদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, মৌলভীবাজারে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাহাবাব ও নাহিদ আহমদ মাহিকে গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় অভ্যন্তরীণ কোন্দলের কারণে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
………………………..
Design and developed by best-bd