সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জ থানা পুলিশের অফিসার্স ইনচার্জসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তাকে বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দায়িত্ব না দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৬ মার্চ) দুপুরে এ নির্দেশ দেয়া হয়।
ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন, বীরগঞ্জ থানা পুলিশের ওসি সাকিলা পারভীন এবং দুই উপ-পরিদর্শক (এসআই) শাহানাজ বেগম ও শাহরিয়ার।
দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম জানান, শনিবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদের নির্দেশ পাওয়ায় ওই তিন কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। তারা বর্তমানে ছুটিতে রয়েছেন।
তিনি আরও জানান, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের অভিযোগের ভিত্তিতে তাদের নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে। বীরগঞ্জের ওসির পরিবর্তে নির্বাচনী কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করবেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দীন আহমেদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd