ধলাই নদীর ওপর ৩ কোটি টাকার ব্রিজ : নির্মান শেষ হওয়ার আগেই ভেঙ্গে নিহত ২

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

ধলাই নদীর ওপর ৩ কোটি টাকার ব্রিজ : নির্মান শেষ হওয়ার আগেই ভেঙ্গে নিহত ২
ক্রাইম সিলেট ডেস্ক : নেত্রকোনার মোহনগঞ্জে ধলাই নদীর ওপর এলজিইডির বাস্তবায়নে নির্মাণাধীন সংযোগ সেতুর পাইলিং পিলার ভেঙে সাত বছরের শিশুসহ দুই জন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পাইকুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম (৭) পাইকুড়া গ্রামের হবি মিয়ার ছেলে। নিহত শ্রমিক রিফাতের (১৮) বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলায়।মোহনগঞ্জ থানা পুলিশের ওসি আনসারী জিন্নত আলী জানান, বিকেলে শিশু তামিম ধলাই নদীতে গোসল করছিল। এ সময় নির্মাণাধীন ব্রিজের পিলার ভেঙে পড়ে গিয়ে তার মাথায় লাগে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পাশাপাশি একই পিলার নির্মাণশ্রমিক রিফাতের ওপরে পড়ায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম জানান, ৬৩ মিটার দৈর্ঘ্য প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ধলাই নদীর ওপর পাইকুরা জইনপুর গ্রামের সংযোগ ব্রিজের কাজ শুরু হয় গত ডিসেম্বরে। কাজের মেয়াদ শেষ হবে ২০১৯ সালের ডিসেম্বরে।

নিহত দুই জনের বিষয়ে তিনি বলেন, এটি একটি এক্সিডেন্ট। নিহতদের ক্ষতিপূরণের কথা জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ ঠিকাদারের দায়িত্ব। এলজিইডির কিছুই না। কাজটি করছেন স্থানীয় আবুল কালাম আজাদ নামের ঠিকাদার। বিষয়টি দেখার দায়িত্ব তার। নির্বাচনী বছরে বড় বাজেট জনগণের সঙ্গে প্রতারণা : মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্য নেই। তাই আজকে আমরা কষ্টের মধ্যে আছি। দেশ অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের বাজেট সেশন শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিরাট বাজেট দেয়া হবে। গত বছর ঘাটতি বাজেট দেয়া হয়েছিল। গত বছরের উন্নয়ন বাজেটকে কাটছাট করে কমিয়ে আনতে হয়েছিল। এ বছর নির্বাচনী বাজেট। আরও বড় বাজেট দিয়ে কেন জনগণকে প্রতারণা করা হচ্ছে। নির্বাচনের বছর এই ধরনের বাজেট জনগণের সঙ্গে প্রতারণা।

মঙ্গলবার রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে ড. মোশাররফ ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
মোশাররফ বলেন, গত বছরের বাজেট দিয়ে তারা রাজস্ব আদায় করতে পারেনি। এ বছরও একটা বিশাল ঘাটতির বাজেট পেশ করে জনগণকে প্রতারিত করা হবে। ঋণ নিতে নিতে এমন অবস্থায় পৌঁছাবে যে, ঋণের সুদ দিতে দিতে, আজকে আপনারা দেখেছেন ব্যাংকগুলো থেকে আওয়ামী লীগের নেতারা যেভাবে টাকাগুলো লুট করে নিয়ে গেছে, এই অবস্থায় যে বাজেট দেয়া হচ্ছে, এটা লোক দেখানো। জনগণকে ঠকানো, নির্বাচনী বাজেট ও জনগণকে ধোঁকা দেয়ার বাজেট। তাই আমরা আশা করি ধোঁকা না দিয়ে আমাদের সামর্থ অনুযায়ী নিজের পায়ে দাঁড়িয়ে যে উন্নয়ন করবো, সেই বাজেট যেন আগামী দিনে পাস হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, হোমনা উপজেলা সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুফতি নাসিম উদ্দিন কাসেমী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..