সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মে ৬, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে এস.এস.সি সমমান পরীক্ষায় ২১টি জিপিএ-৫ সহ এস.এস.সিতে পাশের হার ৭৭.৭১%, দাখিলে পাশের হার ৭৯.২৩% ও এসএসসি ভোকেশনালে পাশের হার ৬৫.৩১%। উপজেলায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের গড় পাশের হার ৭৬.৪৬%।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়- সারাদেশের ন্যায় ২০১৮সনের এস.এস.সি পরীক্ষায় জৈন্তাপুর উপজেলা হতে ১৪টি বিদ্যালয় হতে ১হাজার ৩শত ৪৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ১৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১হাজার ৪৬জন শিক্ষার্থী। তার মধ্যে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় ৫টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৭জন, পাশের হার ৮৪.৬১%। জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬৮জন, পাশের হার ৮৫%। রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় ৩টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১৭৮জন, পাশের হার ৭৪.৭৮%। বাউরভাগ উচ্চ বিদ্যালয় ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৬০জন, পাশের হার ৮৩.৩৪%। বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৩০জন, পাশের হার ৬১.২২%। সারীঘাট উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৭১জন, পাশের হার ৮০.৬৮%। সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় ২টি জিপিএ-৫ সহ পাশ করেছে ১১১জন, পাশের হার ৮৪.০৯%। মাওলানা আব্দুল লতিফ জুলেখা গালর্স উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ২৫জন, পাশের হার ৫৯.৫২%। খাজার মোকাম উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৪৮জন, পাশের হার ৭৭.৪২%। হরিপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ১৪১জন, পাশের হার ৮০.৫৭%। চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ১০২জন, পাশের হার ৮১.৬০%। রমজার রূপজান বাগোর খাল একাডেমী হতে পাশ করেছে ৩৮জন, পাশের হার ৬৪.৪২%। চারিকাটা উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৫৪জন, পাশের হার ১০০%। এম.আহমদ পাবলিক নি¤œ মাধ্যমিক বিদ্যালয় হতে পাশ করেছে ৪৩জন, পাশের হার ৫৪.৪৩%।
উপজেলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ৪টি দাখিল মাদ্রাসা হতে ১শত ৮৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১শত ৪৫জন শিক্ষার্থী। দাখিলে পাশের হার ৭৯.২৩%। খরিল নেজামুল উলুম আলিম মাদ্রাসা হতে পাশ করেছে ৩৮জন, পাশের হার ৭৯.১৫%। জৈন্তা ডিএস মাদ্রাসা হতে পাশ করেছে ৬৩জন, পাশের হার ৯২.৬৫%। সেনগ্রাম মোহাম্মদীয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা হতে পাশ করেছে ২০জন, পাশের হার ৫৪.০৫% এবং চারিকাটা দারুল ইসলাম মাদ্রাসা হতে পাশ করেছে ২৪জন, পাশের হার ৮০%।
অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে উপজেলার ৩টি বিদ্যালয় হতে এস.এস.সি(ভোকেশনাল) পরীক্ষায় ১শত ৯৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাশ করেছে ১শত ২৮জন শিক্ষার্থী। কারিগরিতে পাশের হার ৬৫.৩১%। জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ হতে ৭টি জিপিএ-৫ সহ পাশ করেছে ৪২জন, পাশের হার ৬৭.৭৪%। বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যানিকেন উচ্চ বিদ্যালয় হতে পাশ করেছে ৫৮জন, পাশের হার ৭৭.০০%। আমিনা হেলালী টেকনিকেল কলেজ হতে ১টি জিপিএ-৫ সহ পাশ করেছে ২৮জন, পাশের হার ৪৬%। এদিকে এস.এস.সি ও সমমান পরীক্ষায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশের গৌরভ অর্জন করেছে চারিকাটা উচ্চ বিদ্যালয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd