এমসি কলেজে মোহনা বসন্ত উৎসব উদযাপন

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

Manual4 Ad Code

সিলেট :: এমসি কলেজে মোহনা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উদযাপিত হল প্রাণের উৎসব বসন্ত। বাসন্তী সাজের বাহারে তরুণ-তরুণীর বর্ণিল এই উৎসবে হাজার দর্শকের মুগ্ধতার ছোয়ায় ক্যাম্পাসের প্রতিটি অঙ্গণে আবেশ ছড়ায়। সকাল ১০টায় বসন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুছ, শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান, অধ্যাপক শামীমা চৌধুরী, মোহনার উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ, মোহনার উপদেষ্টা ও সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, সহকারী অধ্যাপক শাহনাজ বেগম, সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন, প্রভাষক শোয়েব আহমদ খান।

Manual2 Ad Code

এছাড়াও সিলেট সাংস্কৃতিক অঙ্গণের পক্ষে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি দাস গুপ্ত, এম.সি কলেজ ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, হোসাইন আহমদ। মোহনার সাবেক সভাপতিগণদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আসাদুজ্জামান পাটোয়ারী সুজন, আব্দুল্লাহ আল মামুন, খালেদ মাসুদ, দুলন আহমদ, ওলিউর রহমান সামি। মোহনার সভাপতি মোঃ এনাম উদ্দিনের সভাপতিত্বে ও মোহনার সাবেক সভাপতি সামসুদ্দিন শাম্ছ এর সঞ্চালনায় উৎসবের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আজাদ মিয়া, শুভেচ্ছা জ্ঞাপন করেন মোহনার সাংগঠনিক সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন। মঞ্চসজ্জায় ছিলেন মোহনার সিনিয়র সদস্য শরিফুল ইসলাম।

মঞ্চে মোহনার পরিবেশনায় ছিল দলীয় সংগীত, নাটিকা, একক সংগীত, দলীয় নৃত্য, একক নৃত্য, কৌতুক, ফ্যাশন শো। এছাড়াও পরিবেশনায় ছিল এমসি কলেজের ত্রিয়েটার মুরারিচাঁদ এর নাটক, রোভার স্কাউট এর নৃত্য, মুরারিচাঁদ কলেজ কবিতা পরিষদের কবিতা আবৃত্তি। আবৃত্তি পরিবেশন করেন শামীমা আক্তার চৌধুরী ও আমিনুল ইসলাম লিটন। উৎসবে পরিবেশনায় অংশগ্রহণ করেন মোহনার সিনিয়র সদস্য শংকর দেবনাথ, তমালিকা তালুকদার, মনিকা দাস, মুন্না রানী দে, লিংকন দাস। আরো অংশগ্রহণ করেন মেহেদী হাসান সুজন, অমিত চন্দ্র নাথ, টিপু শিকদার, জান্নাতুল মৌসুমী, এমদাদ আহমদ তুষার, ডেইজি দাস জুই, মল্লিকা দেবী মিলি, সৌরভ পাল, শাহরিয়ার, শাহিন ইসলাম, মামুন, দেবশ্রী দেব শর্ম্মি, অয়ন পাল অপু, জয়শ্রী জয়া, পরমা মিতু, অরনী জাহান আবিরা, মাশরুরা জামান দিনা, রাফসান রহমান, শাহীন শিমূল, পল্লবী দাস মৌ, সুষমা সিংহ, কংকন আচার্য্য, মাসুদ, সালমান, নয়ন, ইসরাত, হিরা মনি, কৃষ্টি, সৌরভী, রফিকুল, রাজীব, আল আমিন প্রমুখ।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..