সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি :: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দূর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৭বছরের কারাদন্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোব মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রায়ের প্রতিবাদে জেলা শহরে পুরাতন বাষ্ট ষ্ঠ্যান্ডে বিএনপির দলীয় কার্য্যালয় থেকে একটি বিক্ষোব মিছির বের হলে পুলিশী বাধার সম্মখিন হয়। এসময় তারা বাধাঁর মুখেই পথ সভা করেন। এসময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান,আবুল কালাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ জেলার র্শীষ নেতৃত্বে। এসময় বক্ত্যগন বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় ৭বছরের সাজা ও অর্থ দন্ড দেওয়ার সরকারে আরেকটি নীল নকশা। সরকার চায় না বিএনপি নির্বাচনে না আসুক। তারা চায় আবারও নির্বাচন বিহীন ক্ষমতা ক্ষোখিগত করে ধরে রাখতে। সরকারের দায়িত্বশীল লোকজন কোটি কোটি লুটপাট করলেও তাদের কিছুই হচ্ছে না। এই দেশের জনগন এই মানবে না কোন দিন। এই ফরমায়েসী রায় প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির ঘোষনা করা হবে বলে হুশিয়ার করেন নেতাকর্মীরা

উল্লেখ্য,জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় সোয়া ৩কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামির সবাইকে সাত বছর করে সশ্রম কারাদÐ এবং ১০লাখ টাকা করে জরিমানা,অনাদায়ে আরও ছয় মাসের কারাদÐ দিয়েছে আদালত। রাজধানী ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস থেকে বিচারক মোঃ আখতারুজ্জামান আজ সোমবার (২৯ অক্টোবর) সকালে এ রায় ঘোষণা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..