সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মিরাপাড়া এলাকায় নৌকাভ্রমণে গিয়ে এক ছাত্রী নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ছাত্রীর নাম ফাতেমা আক্তার মিলি (১৭)। সে এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।
ফাতেমা মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।
জানা যায়, রবিবার বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়। বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি।
স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজির পর এখনো সে নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd