সুনামগঞ্জে অর্ধকোটি টাকার অধিক মুল্যের অবৈধ ড্রেজার মেশিন জব্দ

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ১১, ২০১৮

সুনামগঞ্জে অর্ধকোটি টাকার অধিক মুল্যের অবৈধ ড্রেজার মেশিন জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি :: ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরের ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মেশিন ও ষ্টিল বডি ইঞ্জিন নৌকা সহ প্রায় অর্ধ কোটির টাকার অধিক মুল্যের অবৈধ মামলামাল জব্দ করেছে। ’ সোমবার ব্যাটালিয়ন অধিনায়ক অভিযানে ওইসব মামলা জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন।।’
ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল আবুল এহসান পিবিজিএম, পিএসসি যুগান্তরকে জানান, উপজেলার সীমান্তনদী ধোপাজান চলতিতে পরিবেশ ধ্বস করে অবৈধ ড্রেজার মেশিনে বালু উক্তোলকালে রোববার দিনভর অভিযান চালিয়ে ডলুরা কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবির টহল দল ১ হাজার ঘনফুট বালু, দু’টি ষ্টিল বডি বড় নৌকা, ৫টি কাঠের ছোট নৌকা, ৫টি ড্রেজার মেশিন জব্দ করে।’ অপরদিকে একই দিন একই উপজেলার ডলুরা কোম্পানী হেডকোয়ার্টারের বিজিবির টহল পৃথক আরো এক অভিযান চালিয়ে ধোপাজান –চলতি নদী থেকেই বালু উক্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন, কাঠের নৌকা পাম্প বেয়ারিং জব্দ করে।’ বিজিবির দাবি জব্দকৃত মামলামালের আনুমানিক মুল্য ৫২ লাখ ৩০ হাজার টাকা।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..