বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। তবে সভায় আইন-শৃংখলা কমিটির বেশির ভাগ সদস্যরা ছিলেন অনুপস্থিত, এজন্য সভায় ক্ষোভ প্রকাশ করে অনুপস্থিত সদস্যদের শোকজ নোটিশ প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি জায়গায় অবৈধভাবে চলামান থাকা গাছ কাটা বন্ধ করতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি আহবান করা হয়। ঈদে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজ নিজ অবস্থান থেকে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সবার প্রতি আহবান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তোজ-জহুরা, বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা পারভেজ খান, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের এজিএমকম নাজমুল হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সিত রঞ্জন দেব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান।
Sharing is caring!