সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ঝিনাইদহে বিয়ের প্রলোভন দিয়ে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কলেজছাত্রী ও তার পরিবার।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, ২০১৫ সালে কলেজে পড়ার সময় জেলার সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের জিন্নাহ আলীমের ছেলে বদরুল আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বদরুলের পুলিশে চাকরি হয়। এরপর বদরুল বিয়ের প্রলোভন দিয়ে ওই কলেজ ছাত্রীর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেন।
এতে কলেজছাত্রী অন্ত:স্বত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত করানো হয়। এরপর থেকে বদরুল আলম যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী ঝিনাইদহ আদালতে একটি মামলা করলে বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। বদরুল আলম বর্তমানে মেহেরপুরে কর্মরত আছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd