সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার উপজেলার লাউড়েরগড় সীমান্তের ৫’শ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে আলী নুর নামের ওই চোরাকরবারীকে বিজিবি আটক করে।’
আটক আলী নুর উপজেলার বাদাঘাট উরর ইউনিয়নের লাউড়েগড় গ্রামের শফিক মিয়ার ছেলে।’
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামগঞ্জ হেডকোয়ার্টার সুত্র শুক্রবার জানায়, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির বিজিবির একটি টহদল দল সীমান্তের মেইন পিলার ১২০৩ এর ফোর এস’র ৫’শ গজ অভ্যন্তর এলাকায় শুক্রবার সকালে টহলকালে ওপার থেকে নিয়ে আসা ৮ বোতল অফিসার্স চয়েজ ও ১ বোতল বিয়ার সহ আলী নুরকে আটক করে।
আটককৃত মাদক দ্রব্য সহ আলী নুরকে শুক্রবার সন্ধায় তাহিরপুর থানায় সোপর্দ করার পর বিজিবির পক্ষ্য থেকে মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd