সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিন সুনামগঞ্জ উপজেলার কাচিঁরভাঙ্গা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ জালু মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পূর্ব পাগলা ইউনিয়নের ডিগারকান্দি গ্রামের মৃত মনাফ আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়,বুধবার সকালে কাচিঁর ভাঙ্গা হাওরের পাকা ধান কাটাতে যায় জালু মিয়া। বেলা ১২টার দিকে প্রচন্ড ঝড় ও সাথে সাথে বজ্রপাত শুরু হয়। এসময় হঠ্যাৎ বজ্রপাত জালু মিয়া গায়ে পড়ে গুরুত্বর আহত হয়। সাথে সাথে তার সাথে থাকা লোকজন থাকে উদ্ধার করে ২০শয্যা কৈতক হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। কৈতক হাসপাতালের মেডিকেল অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বজ্রপাতে ঐ কৃষকের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তার মৃত্যু হযেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd