সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
কানাইঘাট প্রতিনিধি :: বন্যপ্রাণী হাতি দিয়ে কানাইঘাটে অভিনব কায়দায় চাঁদাবজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ।
শুক্রবার (২৪ নভেম্বর) কানাইঘাট বাজার, উপজেলা রোডে ও থানা গেইটের ব্যবসায়ীদের প্রতিটি দোকানে গিয়ে বশ করা একটি হাতি দিয়ে প্রায় ১৫ বছর বয়সের মাউথ সুমন মিয়া হাতির মাধ্যমে টাকা ব্যবসায়ীদের কাছ থেকে উঠাচ্ছেন। এটাকে অনেকেই চাঁদাবাজি বলছে।
কোন ব্যবসায়ী হাতিকে টাকা না দিলে মাউথ সেখানে হাতি দাঁড় করিয়ে ব্যবসায় ব্যাঘাত সৃষ্টি করলে বাধ্য হয়ে ব্যবসায়ীরা হাতিকে টাকা দিচ্ছেন। উৎসুক জনতা হাতির পিছু পিছু নিয়ে টাকা উঠানোর দৃশ্য দেখছেন। মাঝে মধ্যে হাতি দিয়ে এভাবে কানাইঘাটে ব্যবসায়ী সহ জনসাধারণের কাছ থেকে টাকা তোলা হয়।
হাতির মাউথ সুমন মিয়ার সাথে কথা হলে সে বলে, হাতিটি কুলাউড়া এক মালিকের। তিনি মাউথ কয়েক দিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায় বিচরণ করে হাতির খাবার যোগানোর জন্য হাতির সাহায্যে ১০/২০ টাকা করে তুলছেন। যেখানেই রাত হবে সেখানেই সে রাত্রি যাপন করে বলে জানায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd