সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পঁচা ডিম দিয়ে পাউরুটি তৈরিসহ বিভিন্ন অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেছুর রহমান ভোক্তা অধিকার আইনের আওতায় এ জরিমানা করেন।
তিনি জানান, পঁচা ডিম দিয়ে পাউরুটি তৈরি করায় মাধবপুর বাজারের বন্ধন বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পচা-বাসি খাবার পরিবেশনের দায়ে একটি রেস্টুরেন্টকে দু্ই হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকে এক হাজার এবং ওজনে কম দেওয়াসহ একাধিক অপরাধে গ্রিন অ্যাগ্রো নামে একটি পোল্ট্রি ফিডের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd