সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৭
সিলেট :: শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সিলেট শহরতলির ঘোপালে। কৃষি উদ্যোক্তা ও বীর মুক্তিযোদ্ধা ছিদ্দেক আলী তালুকদার প্রতিষ্ঠিত ‘তালুকদার এগ্রো ফার্ম এন্ড ইন্ডাষ্ট্রিতে’ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সাহাব উদ্দিন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ৭ কোটি জনসংখ্যা থাকার পরও দুর্ভিক্ষ হলেও বর্তমানে ১৬ কোটির এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমান সরকার কৃষির উন্নয়নে আন্তরিক। কৃষি উপকরণ, সেচ সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশে খাদ্য শস্যের ভান্ডার তৈরি হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্র্যান্ডিংয়ের প্রথম রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। তাই প্রতিটি বাড়ি ও জমিকে কাজে লাগানো গেলে দেশের আর্থসামাজিক উন্নয়ন আরো বেগবান হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি সিলেটের নির্বাহী প্রকৌশলী প্রনজিত কুমার দেব ও কৃষি উদ্যোক্তা এম এ রহিম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ধান কর্তন, উন্নত জাতের লাউ ও সীম চাষ প্রকল্প এবং গরু মোটাতাজাকরণ প্রকল্প পরিদর্শন করেন।
প্রধান অতিথি আগামী অর্থবছরে খামার এলাকার কৃষকদের সুবিধার্থে একটি ফোর্স মুড নলকুপ দেয়ার ঘোষণা দেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd