সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে বলাৎকারের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে শিশুটি তার চার বন্ধুর সাথে বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল।
এ সময় একই গ্রামের সামসদ আলীর পুত্র লম্পট ইব্রাহীম (১৯) ঐ শিশুকে স্কুলের বাথরুমের ভেতরে ডেকে নিয়ে বলাৎকার করে। শিশুটির চিৎকারে অন্য শিশুরা দৌড়ে এসে বাথরুমের দরজায় ধাক্কা দিলে লম্পট ইব্রাহীম পালিয়ে যায়।
পরে শিশুটিকে তার বাবা দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তির জন্য পাঠিয়ে দেন। দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। জড়িত আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd