আবু তাহের ছাতক :: সুনামগঞ্জ জেল-হাজত থেকে জামিনে মুক্তি লাভ করা ছাতকের ৬ বিএনপি নেতাকে জেল গেটে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে ফুলের তোড়া দিয়ে তাদের সংবর্ধনা দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী।
এসময় ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি এড. আব্দুল জলিল, উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেল হাজত থেকে জামিনে মুক্তি লাভ করেন ভাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমিন উদ্দিন, বিএনপি নেতা আমরুজ আলী, যুবদল নেতা বদরুল হুদা উদ্দিন লায়েক মিয়া, ছাত্রদল নেতা রাজু মিয়া ও খেলাফত মজলিস নেতা মোশাহিদ আলী এসময় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের সংবর্ধনা দেয়া হয়।
Sharing is caring!