সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামে সোমবার ৫টার সময় গ্রাম্য আধিপত্যের জের ধরে বিবদমান দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এরশাদ (২৮) নামের এক যুবক ঘটনা স্থলেই নিহত হয়েছে। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়,রফিনগর ইউনিয়নের সেচন গ্রামের আমির আলী ও আবুল কালাম এর লোকজনের মাঝে এলাকায় আধিপাত্য নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকালে আমির আলীর গ্রæপের এরশাদ কে আবুল কালাম গ্রæপের লোকজন গ্রামের পাশের রাস্তায় আটক করে।
এই সংবাদ পেয়ে আমীর আলীর গ্রæপের লোকজন এরশাদকে উদ্ধার করতে গেলে একপর্যায়ে আমির আলী ও কালাম গ্রæপের দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় আমির আলীর গ্রæপের এরশাদ মিয়া ঘটনাস্থলেই নিহত হয় ও লিটন মিয়ার (২৫) এক হাত কেটে ফেলে প্রতিপক্ষরা। এসময় উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ১জন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১০জনকে আটক করেছে,পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd