নিসচা সিলেট মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৮

সিলেট :: আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচা সিলেট মহানগরের উদ্যোগে ও এসএমপি ট্রাফিক বিভাগের সিলেটের সহযোগিতায় ১৩জুন বুধবার এক গণসংযোগ কর্মসূচী ও লিফলেট বিতরণ অনুষ্ঠান সিলেট কেন্দ্রীয় বাস টার্মিটাল কদমতলীতে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) পলাশ রঞ্জন দে, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য মোঃ জহিরুল ইসলাম মিশু, ট্রাফিক ইন্সপেক্টর মুহিবুর রহমান, হাবিবুর রহমান হাবিব, নিসচা মহানগর শাখার সভাপতি রোটাঃ এম ইকবাল হোসেন, সহ সভাপতি ইমানুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাদেকুর রহমান চৌধুরী, জুম্মান আহমদ, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুন্না, এ.এস.আই আবু সাঈদ, সদস্য সাদেকুর রহমান সোহেল, ইফতেখার হোসেন সোহেল, রবিউল ইসলাম সানি প্রমুখ।

সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত নেতৃবৃন্দ চালকদেরকে গতি বজায় রেখে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌছানোর আহ্বান জানান এবং নেতৃবৃন্দ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন সচেনতার অভাবে প্রতি বছরই ঈদ উৎসবে ঘরমুখী মানুষ সড়ক দূর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করতে হয়। আপনাদেরকে অনুরোধ- আপনারা চালকদেরকে দ্রুত গাড়ি চালাতে বলবেন না, এতে করে অনাকাঙ্খিত ঘটনার ঘটতে পারে, যা ঈদ আনন্দ উৎসবটি দুঃখে পরিণত হবে এবং সারাজীবন আপনার পরিবারের সদস্যদেররা আপনার শূণ্যতা অনুভব করতে হবে, যা কখনই কাম্য নয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..