সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ২৩, ২০১৮
জগন্নাথপুর সংবাদদাতা :: জগন্নাথপুর পৌরশহরের পূর্ব ভবানীপুর এলাকায় মাছ ধরা নিয়ে দু’ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত ব্যক্তিরা জানান’ ভবানীডপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে ও একই এলাকার আকিল মিয়ার ছেলের মধ্যে লন্ডন প্রবাসি নছির মিয়ার পুকুরঘাট থেকে মাছ বের হওয়ার সময় মাছ ধরা নিয়ে দু’ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পযার্যয়ে দু’ পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংঘাত থামাতে আসা যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়াসহ উভয় পক্ষের ৯জন আহত হয়েছেন। আহত আকমল হোসেন(৩৩), জালাল উদ্দিন(৪০), মোকার আলী(৩৪), শামিমা বেগম(৩০),রিমা বেগম(২৭), রোজিনা বেগম(২৬), কামরুল হোসেন(২২), আনোয়ার আলী(৩৩), মুক্তাছিনকে(২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। এর মধ্যে জালাল উদ্দিন ও মোকার মিয়াকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে রের্ফাড করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd