সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মে ৪, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে তাহিরপুরে জাদুকাঁটা নদীর তীরে বজ্রপাত পড়ে জাফর আলী (৪১) নামের এক পাথর শ্রমিকের প্রাণ গেল। শুক্রবার সকাল সাড়ে ৭টায় পাথর উক্তোলনের জন্য ঘাটে বাঁধা বোরকি নৌকায় উঠার পর আকস্মিক ঝড়ের সথে বজ্রপাত পড়লে ওই শ্রমিকের পুরো শরীর ঝলসে যায়।
নিহত জাফর আলী উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের গড়কাটি গ্রামের মৃত লাল মাহমুদ ও ৮১ বছর বয়সী বৃদ্ধা মা মেহেরবানু সহ ৯ জনের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।’
নিহততের পারিবারীক সুত্রে জানা যায়,উপজেলার গড়কাটি গ্রামের জাফর আলী জীবন -জীবিকার তাগিদে শুক্রবার বন্ধের দিন থাকা সত্বেও সকালে বারকি নৌকা নিয়ে পাথর উক্তোলনের জন্য তৈরী হয়ে গ্রামের ঘাটে বাঁধা বারকি নৌকায় অবস্থান করে স্ত্রীকে ভাত আনতে বাড়ি পাঠিয়ে দেন। এ সময় বজ্রপাত পড়লে জাফরের শরীর ঝলসে যায়। প্রায় আধা পর ঘন্টা স্ত্রী জমিলা খাতুন (৩৫) ফিরে এসে দেখেন স্বামীর নিথর দেহ ঝলসে নৌকার ভেতরই পড়ে আছে।
উপজেলার গড়কাটি গ্রামের বালু পাথর ব্যবসাযী সোহেল আলম শুক্রবার বিকেলে জানান, স্ত্রী সন্তান বিধবা মা সহ ৯ জনের ভরণ পোষণের জন্য জাফর আলী পাথর শ,্রমিকের কাজের পাশাপাশী ঘাটে অন্যান্য শ্রমিকদের নৌকায় পাহাড়া দিতেন এখন ওই পরিবারটি দেখার মত আর কেউ রইওলো না।
উপজেলার বাদাঘাট উওর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইউনয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক আফতাব উদ্দিন পাথর শ্রমিক জাফরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ সাধ্য মত ওই পরিবারকে সহায়তা করা হবে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা পুর্ণেন্দু দে শুক্রবার বিকেলে বলেন, নিহত জাফরের পরিবারকে সরকারি ভাবে সহায়তার উদ্যোগে নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd