সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিলা টিলা এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করে সিলেটে যাওয়ার প্রক্কালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে রাত ৮টায় পুলিশ চোকপোষ্ট বসিয়ে অাসামপাড়া হতে ছেড়ে অাসা প্রোভক্স কার যাহার নং সিলেট-গ-১১-০৫১২ তল্লাসী চালিয়ে ৪জন নাইজেরিয়ান নাগরিক অাটক করে৷ অাটককৃতরা হল নাইজেরিয়ার বাসিন্ধা অভি চিসম এনেস্ট(৩৫), অাশাচি লিনাস এনমনি (৩৭), ওকাফার ওয়েসি ডেকর(৩২) জেম্স ওকে সিহা(৩০)৷ প্রথমে পুলিশের নিকট ফুটবল খেলোয়াড় হিসাবে নিজেদের পরিচয় দিলে পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা অবৈধ ভাবে ভারত হতে চোরাই পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে৷ এদিকে অাশাচি লিনাস এনমনি নিকট একটি পাসপোর্ট পাওয়া গেলেও পাসপোর্টে কোন ইমিগ্রেশনের সীল মোহর নেই এবং তার সঙ্গী অন্যান্যদের কোন পাসপোর্ট পাওয়া যায়নি৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকির বলেন অাটককৃত নাইজেরিয়ান নাগরিকরা ভারত হতে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে৷ তাদেরককে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে এবং উদ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd