সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর লামাবাজার পয়েন্টস্থ মদন মোহন কলেজের পাশে মূল সড়কে রাখা সিটি কর্পোরেশনের প্লাস্টিকের ডাস্টবিন থেকে এক নবজাতকের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে মদন মোহন কলেজেরে সামনে রাখা প্লাস্টিকের ডাস্টবিনে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সেখানে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করেছে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা রাতের আধারে ওই নবজাতকের লাশটি ময়লার ডিপোতে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd