সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় হতদরিদ্র পরিবারের ১১ বছর বয়সী এক কিশোরীকে তারই ৫ বছর বয়সী ছোট বোনের সামনে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভি (২১) নামের এক বখাটের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।’ অভি উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফার ছেলে।’
ভিকটিমের মা বাদী হয়ে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার এ মামলা দায়ের করেন।’ পুলিশ বলছে আদালত থেকে মামলার কাগজ-পত্র না আসায় এখনই তারা অভিযুক্তর ব্যাপারে কোন আইনি ব্যবস্থা নিতে পারছেন না।’
মামলার এজাহার ও ভিকটিমের পারিবারীক সুত্রে জানা যায়, উপজেলার খালিয়াজুড়ি গ্রামের বাড়িতে হতদরিদ্র পরিবারের কিশোরীর অন্যের বাড়িতে কাজ করার সুবাধে গত শুক্রবার কিশোরী তার ৫ বছর বয়সী ছোট বোনকে নিয়ে নিজ বসত ঘরে অবস্থান করছিল।’ ওইদিন বিকেলে বখাটে অভি তাদের বসত ঘরের সামনে আসলে ভয়ে কিশোরী তাদের বসত ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। অভি কিশোরীকে ভয় –ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে প্রথমে বসত ঘরের দরজা খোলে ভেতরে ডোকার চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে অভি কিশোরীর বসতঘরের চালার উপরাংশ ভেঙে বসতঘরে প্রবেশ করে কিশোরীকে তারাই ছোট বোনের সামনে ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরী কোনো রকমে বখাটের হাত থেতে ছুটে পেছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। এ সময় কিশোরীর আর্তচিৎকারে আশপাশে থাকা লোকজন ছুটে আসতে থাকলে বখাটে অভি পালিয়ে যায়।’
ভিকটিমের মা জানান, বিষয়টি ওইদিন রাতেই তিনি তার স্বামীকে নিয়ে অভিযুক্তর বাবাকে অবগত করতে তাদের বাড়িতে যান। অভির বাবা বাড়িতে অবস্থান করলেও তিনি বিষয়টি শুনেও না শোনার ভান করেন। এ সময় অভি তাদের গালমন্দ করে দেখে নেওয়ার হুমকি দেয়।
অভির বাবা পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি মঙ্গলবার বলেন, শুনেছি তারা (কিশোরীর পরিবার) আমার বাড়িতে ছেলের ব্যাপারে নালিস করতে এসেছিল। আমি ওই সময় বাড়িতেই ছিলাম না কিংবা আমার ছেলের তাদের গালমন্দ করেনি।
ধর্মপাশা থানার ওসি শ্রী সুরঞ্জিত তালুকদার মঙ্গলবার বিকেলে বললেন, আদালত থেকে ওই মামলার কাগজ-পত্র থানায় মঙ্গলবার বিকেল পর্য্যন্ত না আসায় এখনই তারা অভিযুক্তর ব্যাপারে কোন আইনি ব্যবস্থা নিতে পারছেন না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd