সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:05 PM, April 8, 2018
Sharing is caring!
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমিতে গরুর ধান খাওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংর্ঘষে মোহাম্মদ নুরুল হক (৫০)নামে একজন নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ৩জন কে আটক করেছে। আটককৃতরা হলেন,জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুজাবপুর গ্রামের সুভাষ করের স্ত্রী শিবলী রানী কর(৩৫),পাখি করের স্ত্রী সীমা কর(৩২) ও বুদা করের ছেলে করুনা কর (২৭)। স্থানীয় সুত্রে জানাযায়,রবিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুজাবপুর নতুন পাড়া গ্রামের নুরুল হকের গ্রাম সংলগ্ন হাওরের জমিতে আধা পাকা ধান একেই গ্রামের বৈষ্ণব করের গরু খেয়ে ফেলে। এনিয়ে বৈষ্ণব ও নুরুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে দু-পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু-পক্ষের ১৫জন আহত হয়। এসময় নুরুল হক কে বৈষ্ণব করের লোক জনের হাতে এলোপাথারী মারধর ও সুলফির আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরির্দশনকারী ওসি আশরাফুল ইসলাম(তদন্ত)জানান,গরু ধান খাওয়াকে কেন্দ্র করেই সংর্ঘষ হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এঘটনার সাথে জরিত ৩জন কে গ্রেফতার করা হয়েছে। বাকী গ্রেফতারের চেষ্টা চললে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।
………………………..
Design and developed by best-bd