চিকিৎসকদের উপর হামলা না করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

চিকিৎসকদের উপর হামলা না করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

ক্রাইম সিলেট ডেস্ক : একটুতেই চিকিৎসকদের উপর হামলা, হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের প্রতি ধর্মঘট না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এ আহবান জানান।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘বেসরকারি নয়, বরং সরকারি হাসপাতালের চিকিৎসার ওপর আস্থা রাখুন’। এছাড়াও চিকিৎসকদের টেস্টের পরিমাণ না বাড়িয়ে ভালোভাবে রোগ নির্ণয় করে ওষুধ দেয়ার কথাও বলেছেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী সুচিকিৎসার ব্যবস্থা করব। বঙ্গবন্ধু মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। এখানে অনেক অভিজ্ঞ ডাক্তার আছে। আপনি আস্থা রাখুন।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছরই আরো দশ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..