নির্ধারিত সময়ে বাঁধের নিমার্ণ কাজ সম্পন্ন করার দাবিতে হওরবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের সকল উপজেলার সকল বোরো ফসলী হাওররক্ষা বেরীবাঁদেও কাজ অবিলম্বে শুরু করা ও নির্ধারিত ফেব্রয়ারী মাসের ভেতর বাঁধের নির্মাণ কাজ সম্পন্ করার দাবিতে শুক্রবার হাওরবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন।’ জেলার জামালগঞ্জের পাকনার হাওরের গঙ্গাধর গ্রামের সংলগ্ন হাওরে হাওরবাসীর অংশ গ্রহনে দুপুরে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।’
হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে মাবনবন্ধন কর্মসুচীর পর উপজেলার হালির হাওর তীরে হাওরবাসীর অংশ গ্রহনে বিকেলে উপরোক্ত দাবি বাস্তবায়নের প্রতি সংহতি প্রকাশ করে অপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।’
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে পৃথক পৃথক সমাবেশে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের দেড়মাস অতিবাহিত হলেও এখনো বেশিরভাগ ভাগ হাওররক্ষা বাঁধের কাজ শুরুই হয়নি। তাই কালক্ষেপন না করে অবিলম্বে সকল বাঁধের কাজ শুরু করা এবং নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সকল হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার জন্য জোর দাবি জানিয়ে কয়েকজনক বক্তা তাদের বক্তব্যে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমটিটি) গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।’
বক্তারা বলেন, বিগত বছর হাওরে ফসলহানীর পর মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী , প্রতিমন্ত্রী দায়িত্বশীল ব্যক্তিবর্গ সুনামগঞ্জ সফর করেন। হাওরবাসীর আশা ছিল এ বছর সময়মত ও সঠিকভাবে হাওররক্ষা বাঁধের কাজ শুরু ও সম্পন্ন হবে। কিন্তু এখনো বেশির ভাগ বাঁধের কাজ শুরই হয়নি তাই হাওরের লাখ লাখ কৃষক পরিবার শংকিত হয়ে পড়েছেন।
সমাবেশে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা’, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু’, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, মুহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, বাদল দাস, শিক্ষক ঝুটন পাল, কৃষক খোকন মিয়া, আব্দুল কাদির, মধু পাল প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..