সিলেটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোলাপগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক হুমাইয়ুন ইসলাম কামাল, জেলা আওয়ামীলীগ নেতা কবির আহমদ। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খায়রুল হক, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক বদরুল হক, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান আজম, নাজিম লস্কর, আব্দুল কাদির, মখলিছুর রহমান প্রমুখ। এছাড়া প্রস্তুতি সভায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..