একটি বাসা থেকে দুই শিশুসহ চারজনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : কক্সবাজার শহরের একটি বাসা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

নিহতরা হলেন সুমন চৌধুরী (৩৩), তার স্ত্রী বেবী চৌধুরী (২৮) ও তাদের মেয়ে অর্পিতা চৌধুরী (৫) এবং জ্যোতিকা চৌধুরী (৩)।

তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ৭টার বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসার দরজা ভেঙে দুই শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..