সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কাষ্টঘরের সুপারপট্টির মাদক সাম্রাজ্য আজো বন্ধ হয়নি। এতে বিপদগামী হচ্ছে সিলেট নগরীর হাজার হাজার তরুণ-তরুণী ও যুবসমাজ। স্থানীয় প্রশাসনের চত্র ছায়ায় এক রকম প্রকাশ্যে দীর্ঘদিন ধরে সুইপারপট্টিতে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল বিক্রয় হলেও আজো এই অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় অভিভাবকসহ সচেতন মহলের কাছে প্রশ্ন বিদ্ধ করেছে প্রশাসনের নিরব ভূমিকায়। অনুসন্ধান ও খোঁজ নিয়ে জানা যায়, সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় সুইপারপট্টিতে বিভিন্ন সেবী গড ফাদারদের নেতৃত্বে একটি সিন্ডিকেট দিনের পর দিন অবৈধ মাদক ব্যবসাসহ অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে। এসব মাদক দ্রব্য খেয়ে যুবসমাজ আজ ধ্বংসের পর্যায়ে পৌঁেছ গেছে। জানা গেছে, সুইপারপট্টির এই মাদক সাম্রাজ্যে বিভিন্ন মামলার ফেরারী আসামীরাও এখানে আত্মগোপন করে মাদক ব্যবসায়ীদের সাথে জড়িয়ে পড়েছে। জনশ্রুতি রয়েছে, এখানে যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।
এদিকে, সিন্ডিকেট করে আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু ব্যাক্তিদের সহযোগীতায় নগরীর প্রায় ডজন খানেক স্পটে মাদক দ্রব্য সরবরাহ করছে বলে সংশ্লিষ্ট সূত্র তা নিশ্চিত করেছে। এখানে প্রায় প্রতিদিন ১৫ লক্ষাধিক টাকার মাদক দ্রব্য সিন্ডিকেটদের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করা হচ্ছে। এই ব্যবসা দীর্ঘদিন ধরে চললেও বন্ধ হওয়ার কোনো আলোর মুখ সিলেটবাসী দেখছে না। সিলেটের বিবেকবান মানুষেরা তাঁদের সন্তানদের নিয়ে বড়ই চিন্তার মধ্যে দিন যাপন করছেন। আর স্থানীয় প্রশাসনের সহযোগীতা না পাওয়ায় তাঁরা হতাশা প্রকাশ করেছেন। এ ব্যাপারে তাঁরা আইনীপ্রদক্ষেপ নিতে এবং কাষ্টঘরের সুপারপট্টির মাদক সাম্রাজ্য ধ্বংস করে যুবসমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার সু-নজর কামনা করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd