সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:02 AM, November 22, 2017
Sharing is caring!
ইংল্যান্ডের লন্ডনে ‘ গ্লোস্টার’ আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ছবি প্রদর্শনী প্রতিযোগীতায় শীর্ষ ৩ জনের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোসাংবাদিক এহিয়া আহমদ। গত ২০ নভেম্বর ইমেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গ্লোস্টারের প্রধান নির্বাহী সজীব সাহা।
বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রী শিল্পীদের নিয়ে মাসব্যাপী এই ছবি প্রদর্শনী প্রতিযোগীতার আয়োজন করা হয় গত ২০ অক্টোবর থেকে।
এই প্রতিযোগীতায় কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিযোগীদের পাঠানো ছবিগুলোর মধ্যে ৬টি ছবি নির্বাচিত করে। এর মধ্যে শীর্ষ তিন-এ রয়েছে দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোসাংবাদিক এহিয়া আহমদের পাঠানো ছবি।
জানা গেছে, এহিয়া আহমদ দীর্ঘদিন থেকে সংবাদ মাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করছেন । বর্তমানে তিনি দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোসাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় হাইদ্রাবন্দ গ্রামের আব্দুল কাইয়ুম লুকু ও মোছা. শয়রুন নেছার বড় ছেলে এহিয়া আহমদ।
………………………..
Design and developed by best-bd