সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৭
জৈন্তাপুর, প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে এক নারীলোভীর লালসার স্বীকার হয়ে ৭মাসের অন্তঃস্বত্তা হয় এক প্রতিবন্ধী নারী৷ এ ঘটনায় মোঃ হরমুজ অালী(৩২) কে আটক করে পুলিশ।রবিবার রাতে তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন ধর্ষীতার ভাই।
পুলিশ সূত্রে জানা যায় জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটা ইউনিয়নের বালিদারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় পুলিশ। জৈন্তাপুর মডেল থানার এস অাই সুজন কুমার অাচার্যের নেতৃত্বে রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বালীদাঁড়া এলাকায় থেকে আটক করা হয় মোঃ হরমুজ অালী(৩২) কে। সে জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ওয়াজীদ অালীর ছেলে ।
পুলিশ আরও জানায়, হরমুজ অালী ধর্ষণের কথা স্বীকার করে এবং বিয়ে করার জন্য রাজীও হয় ৷ কিন্তু গ্রাম্য সালিশে বিয়ের দিন তারিখ ঠিক করার কথা বলে কৌশলে পালিয়ে যায় সে।
এ ঘটনায় ধর্ষীতার ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ৫ নভেম্বর মামলা (নং০৪) রের্কড করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনার কথা স্বীকার করে হরমুজ অালী৷
এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকীর জানান, মোঃ হরমুজ অালী(৩২) কে অাটক করা হয়েছে৷ এবং প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনার কথা স্বীকার করেছে। সোমবার অাদালতের মাধ্যমে কোর্টে তাকে প্রেরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd