সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭
নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর বাড্ডায় কথিত শিল্পী ও মডেল চক্রের চিটিংবাজী ও ইয়াবা বানিজ্যে নাজেহাল অসংখ্য মানুষ, একটি চক্রের ভয়াবহ গোপন তথ্য উঠে এসেছে সকালের সংবাদের অনুসন্ধাণী প্রতিবেদনে।কথিত শিল্পি,মডেল কন্যাদের সমন্বয় একটি শক্তিশালী চক্র ফেজবুকে সমাজের একশ্রেণীর ভদ্র মানুষদের টার্গেট করে, এবং তাদের কে তার প্রতি প্রভাবিত করে কাছে ডেকে আটকে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করে,এসব মানুষ সমাজের ও পরিবারপরিজনের মান সম্মান ভেবে মুখ বুঝে মুক্তিপণ দিয়ে এদের জাল থেকে বেরিয়ে যায়। এছাড়াও এই চক্রটির রয়েছে শক্তিশালী ইয়াবা ও দেহব্যবসার নেটওয়ার্ক,যা বৃহত্তর বাড্ডা, নতুন বাজার, গুলশান ও বনানী পর্যন্ত বিস্তৃত।
এই চক্রের সম্পর্ক বাড্ডা থানার ওসি ওয়াজের আলি মিয়ার নিকট অভিযোগ করলে তিনি বলেন এবিষয়ে থানা পুলিশের কিছুই করার নেই।
আসছে পর্বে তুলে ধরা হবে এই চক্রের ভয়ঙ্কর বিস্তারিত তথ্য…..
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd