সিলেট ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
গোয়াইনঘাট প্রতিনিধি : সাবেক ছাত্ররা ফেসবোক স্ট্যাটাস বলেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে তার নিয়োগ হওয়ার পর থেকে বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত যেমন:
১), এসএসসি তে তার কাছে কোচিং পড়ুয়া ছাত্রছাত্রীদের নকল এগিয়ে দেওয়া।
২)কেন্দ্রে ডিউটি না থাকা সত্ত্বেও কেন্দ্রে এসে নকলের যোগান দেওয়া।
৩)তার কাছে কোচিং না করলে মেধাবীদেরও বার্ষিক বা নির্বাচনী পরীক্ষায় তার বিষয়ে ফেল করে রাখা।
৪)স্থানীয় হওয়ায় অফিস স্টাফদের উপর প্রভাব বিস্তারমূলক অাচরণ করা।,
৫)তার কুমন্ত্রনায় এলাকা ভিত্তিক সংঘর্ষ হওয়া ৬ ছাত্রদের শার্ট পর্যন্ত ছেঁড়া। ছাত্র ছাত্রীদের উপর অহেতুক বেত্রঘাত,লাঞ্চিত করাসহ এ রকম হাজারো অপরাধ রয়েছে তার বিরূদ্ধে । অভিভাবকরা সন্তানদের পরীক্ষায় ফেলের ভয়ে মুখ খুলে কিছু বলেলনা।
” শুধু জরিমানা নয় ওর অপরাধমূলক কার্যকলাপে সর্বোচ্চ শাস্তি চিরতরে বহিস্কারের দাবি জানাচ্ছ সাবেক ছাত্ররা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd