সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-তামাবিল সড়ক যেন সাক্ষাৎ মৃত্যুদূত। একদিনে মর্মান্তিক সব দুর্ঘটনায় কেড়ে নিলো ৯টি তাজা প্রাণ। রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারী-শিশু সহ মোট ৯জনের প্রাণহানি হয়েছে।
জানা গেছে, রোববার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত রাস্তার প্রবেশমুখে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ওয়ার্কশপে ঢুকে কেড়ে নিয়েছে তিনজনের প্রাণ। আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের একজন ওয়ার্কশপের মালিক সুহেল আহমদ। আর বাকি দু’জনের বাড়ি কানাইঘাটের গাছবাড়ি বলে জানা গেছে।
রোববার সকাল সাড়ে ৬টায় সিলেট-তামাবিল সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন।
এদিকে বটেশ্বর জালালনগর এলাকায় রোববার দিবাগত রাত ২ টার দিকে মোটরসাইকেলর ধাক্কায় একজন নাইট গার্ড এর মৃত্যু হয়েছে। এমনকি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd