সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে বিভিন্ন সময় প্রভাবশালীদের ভূমি দখল, অবৈধ ভাবে পাহাড় কর্তন করে পাথর উত্তোলন, নদীর ভূমি দখল এবং মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে স্থানীয়, জাতীয় এবং অন লাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারের জেরদরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিংক পোষ্ট করায় অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করায় চক্রটি বেকায়দায় পড়ে৷ যার ফলে জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বিরকে গত ৩১ জানুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত ১০.৫৬ মিনিটে অজ্ঞাত ব্যক্তি তাহার ব্যাক্তিগত নাম্বারে০১৮৫২৭৬৯০৪১ নাম্বার হতে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়৷ এসময় অজ্ঞাত ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে৷ ইতোপূর্বে নিউজ প্রকাশের জের ধরে সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বিরকে শারীরিক ভাবে নির্যাতন করা হলে সিলেট বিভাগের বিভিন্ন সাংবাদিক সংগঠন প্রতিবাদ মুখর হয়ে উঠে। প্রশাসনের সক্রিয় ভূমিকায় নির্যাতিত সাংবাদিক রক্ষা পান। হুমকীর ঘটনায় সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির নিজের নিরাপত্তা চেয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারন ডায়েরী করেন৷ যার নং-২৪, তারিখ- ০১-০২-২০১৯ইং৷
এ ব্যপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির বলেন সাংবাদিক সাব্বির থানায় একটি সাধারন ডায়েরি করেন। তবে বিষয়টি অামি নিজেই তদন্ত করে দেখব।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd