সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের চমক মিজান চৌধুরী 

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের চমক মিজান চৌধুরী 
আবু তাহের,ছাতক :: ছাতক-দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে চমক দেখালেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। দীর্ঘ প্রতিক্ষার পর এবং সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হয়ে মিজানুর রহমান চৌধুরী শেষ হাসিটা হাসলেন। এদিকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহাজোটের প্রার্থী হওয়ায় নবীন-প্রবীনের ভোট যুদ্ধ একটি জম-জমাট নির্বাচনী লড়াই হবে বলে সচেতন ভোটাররা মন্তব্য করেছেন। শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ-৫ আসনে ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে মিজানুর রহমান চৌধুরীর নাম ঘোষনা করা হয়। দলের মনোনীত ধানের শীষের প্রার্থীতা লাভ করা মিজানুর রহমান চৌধুরী এক প্রতিক্রিয়ায় জানান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করছেন। দল তাকে মনোনয়ন দেয়ায় তিনি এবং ছাতক-দোয়ারার বিএনপি ও সহযোগী সংগঠনের সর্ব স্তরের নেতা-কর্মী খুবই আনন্দিত। দলের এ মুল্যায়নকে তিনি বিজয়ের মাধ্যমে প্রতিদান দেয়ার আপ্রান চেষ্টা করবেন বলে জানান। আগামী ৩০ ডিসেম্বর সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..