সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। পিয়াইন নদীর বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে বাংলাবাজার ও এর আশপাশের এলাকা জুড়ে শুরু হয় উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বৃহত্তর জাফলং ইঞ্জিন নৌকা মালিক সমিতির উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই স্থানীয় এলাকার লোকজন ছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক সহস্রাধিক মানুষ নৌকা বাইচ উপভোগ করতে বাংলাবাজার এলাকায় ভিড় জমায়। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলা থেকে ছোট বড় ১৩টি নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ শেষে আয়োজক কমিটির সভাপতি আনোয়ার হোসেনর সভাপতিত্বে ও ইউপি সদস্য শাহ আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সিলেটের ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার, জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা সুভাস দাস প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd