সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, মে ২৯, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে থানা পুলিশ ও র্যাবের টহল দল পৃথক অভিযান চালিয়ে পৌণে দু’লাখ টাকার ইয়াবার চালান সহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।’ মঙ্গলবার এসব মাদক কারবারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।’
র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের টহল দল , উপজেলার সীমান্তবর্তী লাউড়েগড় এলাকা থেকে বাদাঘাট উওর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবদুল হাসিমের ছেলে নুরুজ্জামান মিয়া ও একই গ্রামের মারফত আলীর ছেলে দিপুকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১’শ সিসি প্লাটিনা চোরাই একটি মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে। আটককৃত ইয়াবা ও মোটরসাইওকেলে মুল্য প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা।’
অপরদিকে থানা পুলিশ সোমবার মধ্যরাতে উপজেলার বারহার গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে দুলাল মিয়াকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। আটককৃত ইয়াবার মুল্য প্রায় ৭৫ হাজার টাকা। একই রাতে উপজেলার দুধের আউটা গ্রামের আবদুর রশীদের ছেলে আশিকুলকে ৩ বোতল বিদেশী মদ, তালিকাভুক্ত মাদক কারবারী বড়ছড়া শুল্ক ষ্টেশনের মৃত মহরম আলীর ছেলে সুরুজ আলী ও মঙ্গলবার বিকেলে পুরানঘাট গ্রামের তালিকাভুক্ত মাদক কারবারী মৃত আবদুল বারেকের ছেলে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd