আমেরিকায় চাকরির সুযোগ বাংলাদেশি নার্সদের

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

আমেরিকায় চাকরির সুযোগ বাংলাদেশি নার্সদের

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : স্বপ্নের আমেরিকায় চাকরি! সেতো সোনার হরিণ। স্বপ্ন নয়, সত্যিই এবার সেই সোনার হরিণের দেখা মিলবে। আমেরিকার বিভিন্ন হাসপাতালে বাংলাদেশি নার্সদের চাকরির সুযোগ রয়েছে। সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এই খাতে কর্মীর চাহিদা রয়েছে এক লাখেরও বেশি। সে তুলনায় নার্সের সংখ্যা বেশ কম।

বর্তমানে আমেরিকার নার্সিং খাতে সবচেয়ে ভালো অবস্থায় আছে ভারত ও ফিলিপাইন। বলা যায় এই খাতে একচেটিয়া আধিপত্য এই দু’দেশের। তারাই আমেরিকায় প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং জনশক্তি রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে। এই খাতে বাংলাদেশেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব উত্তর আমেরিকার ক্যারোলিনা চ্যাপ্টারের সদস্য আনোয়ার মুকুল জানান, শুধু আমেরিকা নয়, সারা বিশ্বেই স্বাস্থ্য খাতে জনশক্তি রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এই সম্ভাবনা কাজে লাগাতে হলে জনস্বাস্থ্যে, বিশেষ করে নার্সিং ও ফার্মেসি প্রযুক্তি শিক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশি তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের সরকারি-বেসরকারি উদ্যোগ থাকা উচিত বলেও মনে করেন তিনি।

Manual3 Ad Code

মুকুল আরও বলেন, চিকিৎসক ও নার্সিং আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন দেশে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা।

Manual4 Ad Code

একজন নিবন্ধিত নার্স মধ্যম পর্যায়ে বছরে ৬২ হাজার ২৬৫ ডলার, সাধারণ আরএন ৬৪ হাজার ২১৮ ডলার, অভিজ্ঞ আরএন ৮০ হাজার ৭৪১ ডলার বেতন পান। আইসিইউ বিশেষজ্ঞদের ক্ষেত্রে এই আয় ৬৪ হাজার ২৯৪ থেকে ৮২ হাজার ৪২৫ ডলারের মধ্যে। এনপি’র ক্ষেত্রে আয় ৮৫ হাজার ৬৩৭ থেকে ১ লাখ ৭ হাজার ১৭৩ ডলারের মধ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা আমেরিকায় মাসে ৫-১০ হাজার ডলার আয় করতে পারেন।

Manual2 Ad Code

বিদেশে নার্সিং পেশার বিশাল চাহিদা রয়েছে। তৈরীপোশাক শিল্পের মতো বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের দ্বারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব উত্তর আমেরিকার ক্যারোলিনা চ্যাপ্টারের সদস্য আনোয়ার মুকুল।

Manual4 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..