সিলেট :: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সুজন। রোববার দুপুর সাড়ে ৩টায় লালাদিঘীরপাড়স্থ দিঘীর পাড়ের এক পার্শ্বে মোটর সাইকেলে বসা অবস্থায় হঠাৎ করে সিলেট থ ১১-৯৯৩১ নাম্বারের অটোরিক্সা সিএনজি স্বজোরে ধাক্কা দেয়। এতে তার মোটর সাইকেল (সিলেট-ল ১১-৭১১৬) ধুমড়ে মুছড়ে যায় ও তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার ডান হাতে ৭টি সেলাই লাগে এবং হাটু, কোমর ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। প্রাথমিক চিকিৎসা শেষে লালাদিঘীরপাড়স্থ নিজ বাসভবনে তিনি বিশ্রামে আছেন। তিনি সকলের কাছে দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেছেন। এমন তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল।