সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮
সিলেট :: নানা আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ভেটেরিনারি অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের আয়োজনে র্যালি শেষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের বিশিষ্ট প্রাণি প্রজননবিদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে কৃষিক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রকে এগিয়ে নিতে ভেটেরিনারিয়নদের পেশাগতভাবে যতœবান হতে হবে। ভেটেরিনারি পেশার আন্তরিক ভূমিকা মানব ও প্রাণীর উভয়ের জন্য নিরাপদ হবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ও চিফ পেট্রোন ছিলেন ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এটিএম মাহবুব ই-ইলাহী। সেমিনারে মূলপ্রতিপাদ্য বিষয়ের উপস্থাপন করেন বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ নুর হোসেন মিঞা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিয়ার রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন সিকৃবির প্যাথলজি বিভাগের প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ডা. নাসরিন সুলতানা লাকী। সকালে অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে র্যালি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd