সিলেট ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর এলাকায় উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র জনগোষ্টির সামর্থ বৃদ্ধির জন্য সহায়তা প্রকল্পের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে। এবিতরনে ওয়ার্ল্ড ভিশন হাওর প্রজেক্টের কর্মীদের সহযোগীতা না নিয়ে ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম তার পছন্দমত ও আস্থাভাজন পুষ্টি প্রোগামের লোকদের নিয়ে নামমাত্র তালিকা তৈরী করে সহায়তার টাকা বিতরন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম পুষ্টি প্রোগামের দায়িত্বে থাকলেও হাওর প্রজেক্ট প্রোগামের এই দায়িত্ব নিজে আগ্রহ নিয়ে এই হাওর প্রজেক্টের কাজ করেন। জানাযায়,গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন কার্যালয়ে তাহিরপুর উপজেলার হাওরপাড়ের ফসল হারা হতদরিদ্র কৃষকদের মাঝে জনপ্রতি ৫হাজার করে টাকা নির্দিষ্ট কমিটির মতামত ও যাচাই বাছাইক্রমে প্রথম পর্যায়ে উপজেলার ৫ইউনিয়নের ২হাজার ৩শ জন কৃষককে এ সুবিধা দেয়া হয়। এ সুবিধার বাহিরে আরো ৩শ হতদরিদ্র কৃষকদের মাঝে প্রতি জনকে ৫হাজার করে টাকা বিতরন করা হয়। এই ৩শত হতদরিদ্র নামের তালিকায় বিতরনে ওয়ার্ল্ড ভিশন হাওর প্রজেক্টের কর্মীদের সহযোগীতা না নিয়ে ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম তার পছন্দমত আস্থাভাজন লোকদের নিয়ে নামমাত্র তালিকা তৈরী করে সহায়তার টাকা বিতরন করেন। এদের মধ্যে ওয়ার্ল্ড ভিশন মাঠ পর্যায়ে কাজ করে তাদেরকেও সহায়তা দেয়া হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এদের মধ্যে রয়েছে,তানজিমা,মনিকা,অনদ্রিলা,মিল্লাদ,মামপি,জান্নাত,নূর বাহারসহ মাঠ পর্যায়ের সকল কর্মীদের মা-বাবা ও ভাই বোনদের নাম রয়েছে। এবিষয়ে জানতে চাইলে তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার স্টিপ তাপস চিসিম বৃহস্পতিবার বলেন,নামের তালিকা দেখে আমরা টাকা বিতরন করেছি। আমাদের সংস্থায় কর্মীদের স্বজনদের নাম তালিকায় আছে কি না তা যাচাই করে দেখতে হবে। শুক্রবার একাধিবার ফোন দিলেও তিনি ফোন রিসিব করেন নি। এর পর পর ফোন বন্ধ করেদেন। এ বিষয়ে ওয়ার্ল্ড ভিশন হাওর প্রজেক্টের প্রোগ্রাম ম্যানাজার মনির হোসেন চৌধুরী বলেন,এ বিষয়টি আমি কিছুই জানি না বিষয়টি প্রোগ্রাম অফিসার তাপস চিসিম ভাল জানে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd