সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
গত ১৪ মার্চ বুধবার ন্যাক্কারজনক এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত মামলা নেয়নি থানা পুলিশ। এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালচনার ঝড় বইছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ওই কলেজ ছাত্রীর পিতা মৃত আব্দুল করিম জীবিত থাকাকালীন অবস্থায় তার বসত ঘরের ৩শতক জায়গা বিক্রি করেন তারই ভাই আব্দুল জলিলের নিকট। হটাৎ করে তিনি মারাযওয়ায় ওই ৩শতক জমি দলিল করে দেওয়া হয়নি। বিভিন্ন আলোচনা সাপেক্ষ্যে গত ১৪ মার্চ ওই ৩শতক জমি রেজিষ্টার করে দেওয়া জন্য মৃত আব্দুল করিমের ওয়ারিশগন গোয়াইনঘাট সাব-রেজিষ্টারী অফিসে আসেন। দলিলে স্বাক্ষরের সময় আব্দুল করিমের ওয়ারিশগন দেখতে পান ৩শতক জমির পরিবর্তে দলিলে ১২শতক জমি উল্লেখ রয়েছে। এতে মৃত আব্দুল করিমের ওয়ারিশগন দলিলে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করেণ। এসময় একই বাড়ীর বাসিন্দা আব্দুস সালামের পুত্র ফরিদুল ইমসলাম ফরিদ, ঈসমাইল আলী ও মৃত সাদ-উল্লাহর পুত্র ফয়জুল হক এবং কামরুল হক জোরপূর্বক দলিলে সাক্ষর করাতে চেষ্টা করলে ব্যার্থ হয়ে বাড়ীতে ফিরে যান।
এঘটনার পর বাড়ীতে গিয়ে আব্দুল করিমের বসতঘরে হামলা করে ঘর থেকে ৩ভরি স্বর্ণের হার ও নগদ ৩০হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র লোটে নেন। এসময় কলেজ ছাত্রী আলেয়া বেগম, তার বোন খালেদা ও জামিলা বেগম বাধাঁ দেওয়ার চেষ্টা করলে হামলা কারিরা কলেজ ছাত্রী আলেয়া বেগমের চুলে ধরে বেদড়ক মারপিঠ করেন। এসময় তাদের বসতঘর ভাংচোর করে মাঠিতে ফেলেন।
এব্যাপারে কলেজ ছাত্রীর মামাতো ভাই ফরিদ উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ করেন। ফরিদ উদ্দিন জানান,আব্দুল করিম মারা যাওয়ার পর তাদের পরিবারের ভরন পোষন আমাদের পরিবার করে থাকে। নীরিহ এতিমদের উপর হামলা কোন সচেতনমহল মেনে নিতে পারেবেনা আমরা এ ঘটনার সুষ্ট বিচার চাই।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলওয়ার হোসেন জানান, বসত ঘরে হামলাসহ কলেজ ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় আমাদের নিকট একটি লিখিত অভিযোগ এসেছে এবং বিষয়টি তদন্ত চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd