রোববার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। আয়োজনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে সবার কাছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অংশগ্রহণের কথা রয়েছে।
কনসার্টে জেমস, মমতাজ ও বাপ্পার সংগীত ছাড়াও রয়েছে সিলেট শিল্পকলা একডেমির পক্ষ থেকে দলীয় নৃত্য ও অন্যান্য পরিবেশনা। আয়োজনের উপস্থাপনায় থাকছেন অভিনেত্রী নওশীন।
আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি প্রচারিত হবে।