সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার শাহজিবাজার মাজার গেইট এলাকায় অভিযান ৩শ’ পিস ইয়াবাসহ দক্ষিণ বেজবুড়া গ্রামের মৃত শাহেব আলীর ছেলে বেনু মিয়া ও তার স্ত্রী রত্না আক্তারকে আটক করা হয়।
অন্যদিকে রাত ১০টায় একই উপজেলার সুরমা চা বাগানের ৩নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ জহুর লাল (২৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।
জহুর লাল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ওই এলাকার মৃত নিমাই লালের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd