সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ কলকাতার কমলা গার্লস স্কুলে সমকামিতার অভিযোগ উঠেছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, ১০ জন ছাত্রী সমকামী হয়ে গেছে। ওই ছাত্রীরা বিষয়টি স্বীকারও করে নিয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। সেই মর্মে ছাত্রীদের দিয়ে কাগজে স্বীকারোক্তি লিখিয়ে নেওয়া হয়।
সেই স্বীকারোক্তি নেওয়া কেন্দ্র করেই উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার অভিভাবকরা এসে বিক্ষোভ দেখাতে থাকেন স্কুল চত্বরে।
অভিভাবকদের অভিযোগ, ওই ছাত্রীরা কোনোভাবেই সমকামী নয়। একজন আরেকজনের গায়ে হাত দেওয়া মানেই সমকামিতা নয়। জোর করে তাদের দিয়ে কাগজে এ ব্যাপারে লিখিয়ে নেওয়া অন্যায় বলেও অভিযোগ করছেন তারা।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। স্কুলের কর্মচারী মলয় বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থীরা। সেই অভিযোগকে ঘিরেই উত্তেজনা দেখা দেয়। পরে অভিযুক্ত মলয় বড়ুয়াকে আটক করে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd