সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
স্টাফ রির্পোটার:: দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের খাঁয় মাদক মামলার সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী সিকন্দর আলী (৪৫) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে নগরীর আখালিয়া ধানুহাটারপার এলাকার মৃত ইসহাক আলীর পুত্র।
সোমবার সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওয়ারেন্ট অফিসার এ এস আই মনির হোসেন ও তৈয়ুবর রহমান পাশার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর নেহারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সিকন্দর আলী’র বিরুদ্ধে জিআর মামলা (নং-২২৩/১৫)।
মাদকের দায়ে তার বিরুদ্ধে ৩ বছর ৬ মাসের সাজা রয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি গৌছ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে এসএমপি র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক সম্রাট সিকন্দর গ্রেফতারের খবর এলাকায় পৌছলে লোকজনের মধ্যে স্বস্তি ফিরে আসে।
উল্লেখ্য মাদক সম্রাট সিকন্দর ও তার ছেলে ছিনতাইকারী কালা বাবলু’র নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটবিভাগ কমিটির সদস্য ও দৈনিক কাজিবাজার পত্রিকার ফটো সাংবাদিক রেজা রুবেল ও তার পরিবারের উপর হামলা চালায়। এঘটনায় থানায় মামলা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd