ক্রাইম সিলেট ডেস্ক : খালেদা জিয়া’র মুক্তির আন্দোলনই হবে হাসিনা’র পতন আন্দোলন। আশরাফ পাহেলী- সাধারণ সম্পাদক জেলা যুবদল টাঙ্গাইল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্থ মুক্তির দাবিতে টাঙ্গাইলে জেলা বিএনপ’র উদ্দ্যোগে আজকে জেলা বিএপি কার্যালয়ে’র সামনে “গণ স্বাক্ষর”কর্মসুচি উদ্বোনি অনুষ্টানে জেলা যুবদলের সংগ্রামী সাদধারণ সম্পাদক জনাব আশরাফ পাহেলী বলেন এইদেশের সবচেয়ে জনপ্রিয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রেখে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দিবেনা। জেলা বিএনপি’র এই সাংগনিক সম্পাদক আশরাফ পাহেলী আরো বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানে নেতৃত্বে অতিতের সকল রেকর্ড ভঙ্গকরে দলের সকল পর্যায়ের নেতা কর্মিবৃন্দ ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে লড়াই সংগ্রাম করে যাচ্ছে।
তিনি আরও বলেন যতদিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হবে ততো শহীদ জিয়ার একটি সৈনিকও রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবেনা। আর খালেদা জিয়ার মুক্তির আন্দোলনই হবে খুনি হাসিনার পতন আন্দোলন।অতএব বেগম খালেদা জিয়া বের হয়ে আসবেন আর খুনি হাসিনা অসংখ্য খুন, সারে ১৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার,এবং গণতন্ত্র হত্যা দায়ে কারাগারে যাবে।।